এখনো পুরোপুরি ভাবে শীত না পড়লেও কুয়াশা পড়তে শুরু করেছে বগুড়া অঞ্চলে। রাতে কিছুটা শীত অনুভূত হলেও দিনে গরম থাকছে। চলতি বছর শীত মৌসুমের সবজি শীত আসবার আগেই বাজারে পাওয়া যাচ্ছে। বগুড়া কৃষি অফিস জানিয়েছে, আবহাওয়া এখনো পর্যন্ত অনুকূলে থাকায় এ জেলায় এবার সবজির বাম্পার ফলন পাওয়া যাবে। এ জেলায় মোট সবজি উৎপাদিত হবে ২ লাখ ৪৩ হাজার মেট্রিক টন।
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. ওবায়দুর রহমান মন্ডল জানান, কৃষি প্রধান এলাকা বগুড়া। এ জেলায় গত বছরের মত এ বছরও শীতের বাম্পার ফলন পাওয়া যাবে। ভাল সবজি উৎপাদনে কৃষি অফিস থেকে কৃষি কর্মকর্তারা বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদাণ করেছে কৃষকদের। যদিও জেলায় এ বছর মোট সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২ লাখ ৪৩ হাজার মেট্রিক টন। কিন্তু আবহাওয়া অনুকূলে থাকার কারণে সে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার