নাশকতার অভিযোগে দায়ের করা পৃথক চারটি মামলায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের ১১ নেতাকর্মীকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।
রবিবার দুপুরে কিশোরগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল আদালতে আত্মসমর্পন করে আসামিরা জামিন আবেদন করলে বিচারক জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহবুব-উল ইসলাম জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠনোর নির্দেশ দেন।
২০১৪ সালে বিএনপি আহুত অবরোধ কর্মসূচি চলাকালে মহাসড়কে প্রতিবন্ধকতা ও যানবাহনে অগ্নিসংযোগসহ নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাগুলো দায়ের করে।
আসামিদের মধ্যে রয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. হাবীবুর রহমান ও সাধারণ সম্পাদক সানাউল হক সিরাজ, পৌর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন লিটন, উপজেলা ছাত্রদলের সভাপতি যোবায়ের আল মাহমুদ আফজাল, কালিকাপ্রসাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি খলিলুর রহমান, হাজী আসমত কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল হক জনি এবং পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন।
বিডি-প্রতিদিন/০৬ অক্টোবর, ২০১৬/মাহবুব