গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা উত্তরপাড়া ও কালামপুর গ্রামে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। এ সময় ১২’শ লাইন বিচ্ছিন্ন এবং দুই হাজার ফুট পাইপ জব্দ করা হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড চন্দ্রা জোনাল অফিসের ব্যবস্থাপক সুরুজ আলম জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ১২’শ লাইন বিচ্ছিন্ন এবং দুই হাজার ফুট পাইপ জব্দ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার