ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগর ও নেত্রকোনার সাতপাই কালী মন্দিরে আগুন দেয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন পালন করেছে নেত্রকোনার কয়েকটি সংগঠন। রবিবার সকাল সাড়ে ১১টায় উদীচী শিল্পিগোষ্ঠী, সাবলম্বী উন্নয়ন সমিতি ও ছাত্রসামজের ব্যানারে শহরের তেরী বাজার মোড়ে এ মানববন্ধন পালিত হয়।
মানববন্ধন চলাকালে মন্দির ভাংচুর ও আগুন দেয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানান বক্তারা। অবিলম্বে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বিডি-প্রতিদিন/ ০৬ নভেম্বর, ২০১৬/ আফরোজ/১৭