নিখোঁজ হওয়ার চারদিন পর আজ দুপুর ১২টার দিকে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার একটি পুকুর থেকে জোবায়ের হোসেন (০৫) নামে এক স্কুল ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশু উপজেলার সাবেক নিত্যনন্দপুর গ্রামের মধু সর্দারের ছেলে।
হরিণাকুন্ডু থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শিশু জোবায়ের হোসেন নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ওইদিন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। আজ দুপুরে নিহতের বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসমান অবস্থায় শিশুর লাশটি দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার/19