গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার ছয়দিন পর মিতু আকতার (৯) নামে এক শিশুর লাশ রাজাহার ইউনিয়নের রাজাবিরাট গ্রামের একটি ধানের জমি থেকে শনিবার রাতে উদ্ধার করেছে পুলিশ। রবিবার ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মিতু আকতার রাজাবিরাট গ্রামের মিলন সরকারের মেয়ে। সে রাজাবিরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
মিতুর পরিবার জানায়, ৩১ অক্টোবর সন্ধ্যার পর মিতু বাড়ির পাশে অনুষ্ঠিত একটি ইসলামিক জলসা দেখতে গিয়ে আর ফিরে আসেনি।
গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মিতুর লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার ছয়দিন পার হওয়ায় মিতুর শরীর ফুলে গেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মিতুকে শ্বাসরোধে হত্যার পর লাশ ফেলে পালিয়ে যায়।
বিডি-প্রতিদিন/ ০৬ নভেম্বর, ২০১৬/ আফরোজ/২০