লক্ষীপুর মা শিউলি আক্তার মুক্তা ও তার ছেলে ৪ বছরের শিশু শিহাবকে অপহরণের ১০ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ভোর রাতে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের মিয়ার বাজার এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
এসময় অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে করিম নামের এক যুবককে আটক করা হলেও অপর ৪ অপহরণকারীকে আটক করতে পারেনি পুলিশ।
এর আগে রবিবার বিকেল ৫টার দিকে মুক্তা ও তার ছেলে শিহাব বাড়ি ফেরার পথে জকসিন বাজার এলাকায় পৌঁছালে অপহৃত হন।
পরে অপহরণকারীরা মোবাইল ফোনে তাদের স্বজনের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে ভুক্তভোগী পরিবার জানান।
এ ঘটনায় অপহৃত মুক্তার ভাই নুর হোসেন বাদি হয়ে চন্দ্রগঞ্জ থানায় সিএনজি চালকসহ ৫জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপহৃত মা ও ছেলেকে উদ্ধার করা হয়েছে, অপহরণের ঘটনায় ৫ জনকে আসামী করে থানায় মামলা নেয়া হয়েছে। অপহরণকারী একজনকে গ্রেফতার করা হয়েছে অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।