দিনাজপুরের বীরগঞ্জে বাঁশঝাড় থেকে মো. ওমর আলী (৮০) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত মো. ওমর আলী বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের চাঁপাপাড়া গ্রামের কাউয়া মোহাম্মদের ছেলে।
সোমবার দুপুর ৩টায় উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মুচকরি গ্রামের বাঁশঝাড় হতে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
বীরগঞ্জ থানার এসআই মো. আজম প্রধান জানান, বীরগঞ্জের পলাশবাড়ী ইউনিয়নের মুচকরি গ্রামের বাঁশঝাড় এলাকায় সকালে গরু ঘাস খাওয়াতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি একই এলাকার চাঁপাপাড়া গ্রামের বাসিন্দা ওমর আলীকে মৃত অবস্থায় দেখতে পায়। তিনি বিষয়টি এলাকাবাসীকে জানান। পরে এলাকাবাসী স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জুয়েলুর রহমান জুয়েলকে জানান। চেয়ারম্যান পুলিশকে অবহিত করেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
মৃতের ছেলে মো. খুরমান আলী জানান, রবিবার বিকেল ৩টায় বাড়ি থেকে তিনি বেরিয়ে যান। এরপর তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। সকালে প্রতিবেশীদের কাছে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে এসে মৃতদেহ শনাক্ত করি।
বীরগঞ্জ থানার ওসি আবু আককাছ আহমদ ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যাবে এটি হত্যাকান্ড না স্বাভাবিক মৃত্যু।
বিডি-প্রতিদিন/এস আহমেদ