ময়মনসিংহের ফুলবাড়ীয়া ডিগ্রী কলেজ সরকারিকরণের দাবিতে পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় জানমালের নিরাপত্তার স্বার্থে স্থানীয় পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শিক্ষকসহ দু’জন নিহতের ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা ও পুলিশ প্রশাসন।
দু’টি কমিটিকে আগামী ৭ কার্য দিবস ও ৩ কার্য দিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে, সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ৪ থেকে ৫’শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লীরা তরফদার জানান, জনগনের জানমালের নিরাপত্তা বিধানের জন্যে সোমবার সকাল ৯ টা থেকে অনির্দিষ্টকালের জন্য ফুলবাড়িয়া পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। রবিবারের ঘটনায় গোটা উপজেলাজুড়ে চাপা ক্ষোভ বিরাজ করছে। কাটছে না থমথমে পরিস্থিতিও।
এ ঘটনা তদন্তে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) আরিফ আহমেদকে প্রধান করে জেলা প্রশাসক খলিলুর রহমান তিন সদস্যের তদন্ত কমিটি করে কমিটি সাত কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করার নির্দেশ দিয়েছেন। জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলমকে প্রধান করে তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছেন। দু’টি তদন্ত কমিটিই গঠিত হয়েছে রোববার রাতে। পুলিশের গঠিত তদন্ত কমিটি তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।