সোমবার দুপুরে গোপালগঞ্জ কারাগারে স্বামীকে গাঁজা দিতে গিয়ে স্ত্রী শান্তা আক্তার (৩০) পুলিশের হাতে আটক হয়েছেন। শান্তা সদর উপজেলার গোবরা গ্রামের ইমরুল সিকদারের স্ত্রী। গোপালগঞ্জ জেলা কারাগারের সামনে থেকে তাকে আটক করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, "শান্তার স্বামী ইমরুল একটি মামলায় জেলা কারাগারে রয়েছেন। দুপুরে শান্তা স্বামীকে গোপনে সিগারেটের সঙ্গে গাঁজা দিতে গিয়ে আটক হন। শান্তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।"
বিডি-প্রতিদিন/২৮ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৩