সাভারে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা ট্রিবিউনের এক স্টাফ রিপোর্টারের মোটরসাইকেল খোয়া গেছে। গত ২২ নভেম্বর এ ঘটনা ঘটে। এ নিয়ে ছয়দিন পার হলেও চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার হয়নি। এ নিয়ে থানায় অভিযোগ দিতে গেলে মামলা বেশি থাকার অযুহাতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির মামলা নিতে অস্বীকৃতি জানান। তবে আগামী ডিসেম্বর মাসে তিনি মামলা দেওয়ার জন্য অনুরোধ করেন।
সূত্র জানায়, গত ২২ নভেম্বর মঙ্গলবার বিকেলে আশুলিয়ার জিরাবো এলাকায় কালার ম্যাচ বিডি লিমিটেড নামক একটি দিয়াশলাই তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঢাকা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার আদিল সাখাওয়াত ও ফটোগ্রাফার ঘটনাস্থলে সংবাদ সংগ্রহের জন্য ছুটে আসেন। এসময় তারা জিরাবো-বিশমাইল সড়কের পাশে ফায়ার সার্ভিসের গাড়ির পেছনে মোটরসাইকেল দুটি রেখে ঘটনাস্থলে যান। সংবাদ সংগ্রহ শেষে প্রায় পাচ ঘন্টা পর রাত নয়টার দিকে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন ঢাকা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার আদিল সাখাওয়াত। এসময় রেখে যাওয়া স্থানে গাড়ি খুঁজে না পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে থাকা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন। ওই দিন রাতে আশুলিয়া থানার ওসি মোটরসইকেল উদ্ধারে তৎপর হন। তবে ঘটনার পরদিন সকালে আদিল সাখাওয়াত বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করতে গেলে ওসি মোটরসাইকেল উদ্ধারের আশ্বাস দিয়ে মামলা না নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করতে বলেন। এর পর ছয়দিন পার হয়ে গেলেও আশুলিয়া থানার ওসি মোটরসাইকেল উদ্ধার করতে পারেননি। এমনকি থানায় মামলা নিতেও অপরাগতা প্রকাশ করেন।
এ ব্যাপারে ঢাকা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার আদিল সাখাওয়াত বলেন, মোটরসাইকেল চুরি হওয়ার পর থানায় মামলা করতে গেলে ওসি মামলা না নিয়ে সাধারণ ডায়েরি করেন। এর পর ছয় দিন থানায় বার বার ঘুরেও মামলা দিতে পারিনি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের একাধিক সদস্য থাকার পরও মোটরসাইকেল চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, নভেম্বর মাসে আশুলিয়া থানায় মামলার পরিমান বেশি হয়ে গেছে। এ কারনেই সাংবাদিকের মোটরসাইকেল চুরির মামলাটি আগামী মাসের প্রথম দিনে নেওয়া হবে বলে তিনি জানান।
এ ব্যাপারে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম বলেন, বিষয়টি তার জানা নেই। খোজ নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ