নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় বেলাল হোসেন (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে উপজেলার বজরা মেডিকেল সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক বেলাল উপজেলার বজরা ইউনিয়নের মোটুবী গ্রামের জালাল আহমেদের ছেলে।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল মিয়া জানান, উপজেলার বজরা মেডিকেল সংলগ্ন এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।
বিডি প্রতিদিন/২৯ নভেম্বর ২০১৬/হিমেল