বরিশালের উজিরপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত পৌঁনে ৮টার দিকে শিকারপুর-ইচলাদী সড়কে দুর্বৃত্তদের হামলায় আহত শিকারপুর বন্দরের রড ব্যবসায়ী মানিক কারিগরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। এরা হলেন, জাহাঙ্গীর হোসেন এবং অমিত।
জানা যায়, শিকারপুর বন্দরের রড ব্যবসায়ী মানিক কারিগর রাতে দোকান বন্ধ করে উজিরপুর বাজারের নিজ বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে তার গতি রোধ করে, তাকে কুপিয়ে আহত করে সাথে থাকা ৩ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
উজিরপুর থানার ওসি গোলাম ছরোয়ার এক ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ব্যবসায়ীক নাকি ব্যক্তিগত বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে, সেটা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/২৯ নভেম্বর ২০১৬/হিমেল