রংপুর গঙ্গাচড়া উপজেলায় অভিযান চালিয়ে কাইয়ুম মিয়া (৬৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার নরসিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার ২০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিনাত আলী জানান, কাইয়ুম উপজেলার নরসিং মরনেয়া গ্রামের মহির উদ্দিনের ছেলে। তার নামে চারটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে চোলাই মদসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দেওয়া হবে।
বিডি প্রতিদিন/২৯ নভেম্বর ২০১৬/হিমেল