দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে মাদকসহ ১৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথকভাবে ১৭টি মামলা দায়ের করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১ কেজি ১৩৫ গ্রাম গাঁজা, ৪৪ বোতল ফেনসিডিল ও ৫ হাজার ৬৬২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত সদস্য রাশেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার