ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শহরতলীর দিগারকান্দা এলাকায় ট্রাক-পিকআপ ভ্যানের ধাক্কায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক মা ও মেয়ের পরিচয় জানা যায়নি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে দিগারকান্দা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ঢাকা থেকে আসা একটি পিকআপভ্যান ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানে সামনের সিটে বসে থাকা মা-মেয়ের মৃত্যু হয়।