ময়মনসিংহের ত্রিশাল ও ভালুকায় আজ সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় হায়দার (৩০) ও আব্দুর রাজ্জাক (২৮) নামে দুই জন নিহত হয়েছেন। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা লেগে একটি বাসের হেলপার হায়দার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অপরদিকে উপজেলার মেদুয়ারী ইউনিয়নে সিএনজি ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে আব্দুর রাজ্জাক (২৮) নামে এক সিএনজি যাত্রী নিহতের সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ।
বিডি প্রতিদিন/এ মজুমদার