কুমিল্লার হোমনা উপজেলায় বাড়ির পাশের ফসলি জমি থেকে আবদুল লতিফ (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার উপজেলার মাথা ভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাহ কান্দি গ্রামের একটি ফসলি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আবদুল লতিফ ছয়ফুল্লাহ কান্দি গ্রামের চাঁন মিয়ার ছেলে।
হোমনা থানার ওসি রসুল আহম্মেদ নিজামী জানান, নিহতের মাথা, গলা ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত আছে। তার বিরুদ্ধে হোমনা থানায় ৫টি মাদক মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে মাদক ব্যবসার টাকার ভাগ নিয়ে লফিতকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।