লক্ষ্মীপুরে র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে নারী নির্যাতন ও প্রতিরোধ দিবস পালিত হয়েছে ।
মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে বেসরকারি এনজিও বাপ্সার কার্যালয়ে আলোচনাসভায় মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. নুরজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হাফিজ উল্যাহ, নারী নেত্রী মমতাজ বেগম, বাপ্সা এনজিও কর্মকর্তা মো.আবদুর রশিদ ও জোবেদা বেগম প্রমুখ।