শরীয়তপুরের রামভদ্রপুরের চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় গোবিন্দ চন্দ্র কবিরাজ (৫৬) নামের একজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলাবর দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আতাউর রহামান এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২৮ জুলাই জেলার ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর গ্রামের বাড়ির মন্দিরে পূজা করার সময় পুত্রবধূ অর্চনা কবিরাজকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করে আসামি গোবিন্দ চন্দ্র কবিরার। এ দৃশ্য দেখে ফেলায় ভাইয়ের স্ত্রী রানী বালাকেও একই লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে গোবিন্দ। ওই দিনই নিহত অর্চনার স্বামী লাল মোহন কবিরাজ বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে ২০১১ সালের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা। অতঃপর বাদী ও আসামী পক্ষের যুক্তিতর্ক শেষে মঙ্গলবার আদালত গোবিন্দ চন্দ্র কবিরাজকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
বিডি-প্রতিদিন/২৯ নভেম্বর, ২০১৬/মাহবুব