লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার জোড়াপুকুর এলাকা থেকে ছিন্নভিন্ন এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে মহাসড়কের উপরে পড়ে থাকা অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
তবে তার পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, দ্রুত গতির কোনো গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এদিকে পুলিশ জানিয়েছে, ওই নারীর বয়স আনুমানিক ৫৫ বছর। স্থানীয় ফাঁড়ির অফিসার ইনচার্জ প্রসূন কান্তি দাশ ওই নারীর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করলেও এর কারণ জানাতে পারেনি।
বিডি প্রতিদিন/২৯ নভেম্বর ২০১৬/হিমেল