চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নিয়ে খোদ আওয়ামী লীগেই অসন্তোষ বিরাজ করছে। নির্বাচনে কেন্দ্রীয় হাইকমান্ড প্রার্থী হিসেবে বর্তমান প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মইনুদ্দীন মন্ডলের নাম ঘোষণা করেছে। কেন্দ্রের এই ঘোষণা স্থানীয় আওয়ামী লীগের অনেকেই মেনে নিতে পারছেন না।
তাদের মতে, জেলা আওয়ামী লীগের মধ্যে দ্বন্দ্ব এবং ত্যাগী নেতা-কর্মীদের অবমূল্যায়নের জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মইনুদ্দীন মন্ডল অনেকটা দায়ী। তাই কেন্দ্রের সিদ্ধান্তের বাইরে গিয়ে আওয়ামী লীগের একাধিক নেতা নিজেরা চেয়ারম্যান পদে ভোট করবেন বলে ঘোষণা দিয়েছেন।
এরা হলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক সদর উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান মো. জিয়াউর রহমান তোতা এবং বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়া গোমস্তাপুর উপজেলার খুরশেদ আলম বাচ্চু।
দলের একাধিক প্রার্থী হওয়ায় তৃণমূল নেতা-কর্মীদের আশঙ্কা, আওয়ামী লীগের মধ্যে কোন্দলের সুযোগ নিয়ে নির্বাচনে একটি প্রভাবশালী পক্ষ অন্যদলের প্রার্থীকে বিজয়ী করার চক্রান্তে মেতেছেন। আওয়ামী লীগের এসব নেতা নিজ দলের প্রার্থীর বিপক্ষে বিএনপি নেতা ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি মো. আব্দুল ওয়াহেদকে প্রার্থী হতে সহায়তা করছেন বলেও অভিযোগ উঠেছে।
বিডি প্রতিদিন/২৯ নভেম্বর, ২০১৬/ফারজানা