পূর্ব-সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে মধু আহরণ করার সময় দুই মৌয়ালীকে হাতেনাতে আটক করেছে বনরক্ষীরা। মঙ্গলবার দুপুরে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের ২৫ নং কম্পার্টমেন্টের কেওড়াতলা এলাকা থেকে তাদেরকে আটকের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন মোড়েলগঞ্জ উপজেলার মৃত ফয়েজ হাওলাদারের ছেলে গফফার হাওলাদার (৬৫) ও সাত্তার হাওলাদারের ছেলে মোজাম্মেল হাওলাদার (৫০)।
চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন স্টেশন কর্মকর্তা একেএম আজাদ কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বনের ২৫ নং কম্পার্টমেন্টের কেওড়াতলা এলাকায় অভিযান চালান হয়। এ সময় ২ জনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে দা, মধু বহনের কন্টেইনার, ২টি খড়ের বস্তা, ২টি দিয়াশলাইসহ মধু আহরণের কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।
বন বিভাগের অনুমতি না নিয়ে বনে প্রবেশ ও বনজ সম্পদ সংগহের অভিযোগ এনে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান একেএম আজাদ কবির।
বিডি-প্রতিদিন/২৯ নভেম্বর, ২০১৬/মাহবুব