মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে জেলা পুলিশ সুপারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর একটার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার সভাকক্ষে এ মত বিনিময় সভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম।
পৌর মেয়র হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইউনুচ আলী, পৌর কাউন্সিলর এবং পৌরসভার কর্মকর্তাও কর্মচারীরা।
মতবিনিময় সভায় মুন্সীগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা হিসাবে গড়ে তুলতে এলাকায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ সার্বিক বিষয়ে পৌরসভা এবং পুলিশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গিকার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম বলেন, মুন্সীগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যা যা করা দরকার সেটা করা হবে। তিনি আরও বলেন, শিশুদের বিনোদনের জন্য পর্যাপ্ত মাঠ-ঘাট প্রয়োজন, তাদেরকে খেলাধুলার দিকে রাখলে এবং অবিভাবকগণ সচেতন হলে তারা আমাদের প্রকৃত জনশক্তিতে রুপান্তরিত হবে।
সমাপনী বক্তব্যে পৌর মেয়র হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব শহরের মাদক নিধন, পরিষ্কার পরিচ্ছন্নতা, ফুটপথ ও রাস্তা দখলমুক্ত, সালিশ কেন্দ্রে প্রশাসনের উপস্থিতিসহ পৌর এলাকায় ১৫টি কমিটি গঠনসহ অবৈধ তোরণ, ব্যানার, ফেস্টুন অপসারণসহ ব্যাটারি চালিত রিকশা বন্ধ ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/২৯ নভেম্বর, ২০১৬/মাহবুব