বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে রাঙামাটিতে আটোরিকশা ধর্মঘট পালিত হয়েছে। মঙ্গলবার ভোর ৬টা থেকে রাঙামাটি শহরে অটোরিকশা চলাচল বন্ধ করে দেয় চালকরা। সিএনজিবিহিন শহর হঠাৎ অচল হয়ে পড়ে। এতে বিপাকে পড়ে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। তাই শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ধর্মঘটের কারণে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে দুরাপাল্লার গণপরিবহন ছেড়ে যায়নি।
রাঙামাটি অটোরিকশা শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. অলি আহমেদ জানান, বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অংশ হিসেবে রাঙামাটি অটোরিকশা শ্রমিক ফেডারেশন এ ধর্মঘট পালন করেছে। শহরে পরিবহন ধর্মঘট পালনকালে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে আবারও রাঙামাটি শহরের অটোরিকশা চলাচল হয়েছে।
অন্যদিকে, পূর্ব ঘোষণা ও মাইকিংছাড়া রাঙামাটি শহরের একমাত্র যোগাযোগ মাধ্যম সিএনজি হঠাৎ বন্ধ হয়ে যাওয়া দুর্ভোগে পড়ে অফিসগামী মানুষরা। ধর্মঘটের কারণে বনরূপা বাজার, কলেজ গেইট বাজার ও আসামবস্তি বাজারেও হাট বসেনি। এছাড়া ধর্মঘটের কারণে রাঙামাটি পর্যটন কমপ্লেক্সও পর্যটক শূন্য হয়ে পড়ে। দূর-দূরান্ত থেকে আসা শুধু পর্যটকরা নয়, স্থানীয়দের উপস্থিতিও ছিল না। তবে যে কোন নাশকতা এড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
উল্লেখ্য, গত সোমবার চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দ ৯ দফা বাস্তবায়নের দাবিতে বৃহত্তর চট্টগ্রামে ২৪ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ঘোষণা করেন।#
বিডি-প্রতিদিন/২৯ নভেম্বর, ২০১৬/মাহবুব