গাজীপুরের টঙ্গী স্টেশনরোড বিপিআই গেইট এলাকায় উপ-কর কমিশনারের কার্যালয়ে ৭ দিনব্যাপী ২০১৬-১৭ আয়কর সপ্তাহ উৎসব মুখোর পরিবেশে পালিত হচ্ছে। গত ২৪শে নভেম্বর শুরু হওয়া এই আয়কর মেলা বুধবার শেষ হবে।
কর অঞ্চল গাজীপুরের তিনটি (৯, ১০ ও ১৩) সার্কেলে আজ সন্ধ্যা পর্যন্ত প্রায় ৫হাজার রির্টান জমা পড়েছে। সকাল ৯টা থেকে রির্টান জমা নেওয়া শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকে। এ বিষয়ে সার্কেল ৯এর অতিরিক্ত সহকারী কমিশনার এবিএম রফিকুল হক বলেন, গতবারের চেয়ে এবার অনেকে বেশি রির্টান জমা পড়েছে।
এব্যাপারে সার্কেল ১০এর সহকারী কর কমিশনার মো: হামিদুল হক এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, কর দাতারা উৎসব মুখোর পরিবেশে রির্টান জমা দিচ্ছে। এ বছর অনেক নতুন নতুন করদাতাদের রির্টান জমা পড়েছে। আর যারা এখনো কর দিচ্ছে না, তাদেরকে আমরা কর প্রদানের জন্য বিভিন্নভাবে উৎসাহিত করছি। যার ফলে আগামীতে আরও করদাতা বাড়বে বলে আশা করছি।
বিডি প্রতিদিন/২৯ নভেম্বর ২০১৬/হিমেল