বাগেরহাটের মোরেলগঞ্জে যাত্রীবাহি বাসের ধাক্কায় বাহাদুর হাওলাদার (৩২) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। আজ বিকেল ৬টার দিকে জোকা কালভার্টের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাহাদুর খালকুলিয়া গ্রামের তৈয়ব আলী হাওলাদারের ছেলে।
থানার ওসি মো. রাশেদুল জানান, আজ সন্ধ্যা ৬টার দিকে বাহাদুর নিজের নসিমনে ধান বোঝাই করে বাড়ি থেকে পার্শ্ববর্তী রাস্তা থেকে মহাসড়কে উঠছিলেন। এসময় বাগেরহাট থেকে মোরেলগঞ্জগামী যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো জ-০৬০-১২৩ নসিমনসহ চালককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক বাহাদুর হালদার মারা যায়।
এই দুর্ঘটনার পরে আমতলা বাসষ্ট্যান্ডে যাত্রীবাহী গাড়িটি রেখে এর ড্রাইভার ছালাম পালিয়ে যায়। এ ঘটনায় কিছুক্ষণ বাস চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বভাবিক হয়।
বিডি প্রতিদিন/২৯ নভেম্বর ২০১৬/হিমেল