শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, '১০ টাকা কেজি দরের চাল দেশের হতদরিদ্রদের মনে আশার সঞ্চার করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই ক্ষমতায় আসেন তখন দুর্ভিক্ষ পালিয়ে যায়।' মঙ্গলবার দুপুরে ঝালকাঠি নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদ মাঠে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি মূল্যের চাল বিতরণকালে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, এ দেশে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করি। ১৯৯৬ সালে প্রথম যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, এ দেশের হতদরিদ্র মানুষের জন্য বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতাসহ সাহায্য সহযোগীতার মাধ্যমে জননেত্রী গ্রামের মানুষের পাশে এসে দাড়িয়েছেন।
মন্ত্রী বলেন, জাতীর পিতা বলেছিলেন, আমি দুঃখী মানুষের মুখে হাঁসি ফোটাতে চাই, তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে সেই কর্মকান্ডের মধ্য দিয়ে দুঃখী মানুষের মুখে হাঁসি ফোটাতে কাজ করে যাচ্ছেন।
সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুচ লস্কর, পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন প্রমুখ।
পরে মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন হাওলাদার ও ইউপি সদস্য শারমিন আক্তারের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতা-কর্মী শিল্পমন্ত্রীর হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২৯ নভেম্বর ২০১৬/হিমেল