লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাত পরিচয়ের (৩০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাচিয়ার ডাকাতিয়া নদীর মোহনা থেকে লাশটি উদ্ধার করা হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বরিশাল অঞ্চল থেকে লাশটি ভাসতে ভাসতে এখানে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/২৯ নভেম্বর ২০১৬/হিমেল