ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মো. শাহাদাত হোসেন (৪৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার পর থেকে নিহতের স্ত্রী সাহিদা বেগম পলাতক রয়েছেন।
বুধবার সকালে উপজেলার কুশাডাঙ্গা গ্রামে তার নিজ ঘর থেকে লাশ উদ্ধার করা হয় বলে জানান বোয়ালমারী থানার ওসি মো. মিজানুর রহমান।
নিহত কৃষকের নাম মো. শাহাদাত হোসেন ওই গ্রামের মো. মনিরুদ্দিন দেওয়ানের পুত্র।
ওসি মো. মিজানুর রহমান জানান, বুধবার সকালে প্রতিবেশিরা ওই কৃষক পরিবারের লোকজনকে দেখতে না পেয়ে ঘরের ভেতর তল্লাশি চালায়। এ সময় তারা ঘরের খাটের উপর কৃষকের লাশ দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্যে মর্গে প্রেরণ করে।
বিডি-প্রতিদিন/৩০ নভেম্বর, ২০১৬/মাহবুব