পটুয়াখালীর গলাচিপায় ৩১২ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে গলাচিপা থানা পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামের জহিরুল ইসলাম খলিফা (৩০) এবং একই এলাকার লোকমান কাজী (৩২)।
মঙ্গলবার রাত আড়াইটার দিকে এসআই সুদেবের নেতৃত্বে পুলিশের একটি টিম কালিকাপুর মাদ্রাসা সংলগ্ন জহিরুলের স্টুডিও থেকে ইয়াবাসহ হাতেনাতে জহিরুল ও লোকমানকে আটক করেন।
এ ব্যাপারে বুধবার সকালে গলাচিপা থানায় মাদক আইনে একটি মামলা হয়। আসামীদের গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/৩০ নভেম্বর, ২০১৬/ফারজানা