বাগেরহাটের মোরেলগঞ্জে নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাচ্চুর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে। এ নিয়ে দু’দফায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করাছে নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ বেলা ১১টায় গুলিশাখালী বাজার এলাকায় মানববন্ধন ও মিছিল শেষে ইউনিয়ন পরিষদ মাঠে সভা করা হয়।
সভায় বক্তব্য দেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম পলাশ, ইকবাল হোসেন বাদল, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, আলম মৃধা, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন, গিয়াস উদ্দিন বাচ্চু, আনিসুর রহমান কাইউম, ছাত্রলীগ নেতা গাজী ফেরদাউস হোসেন পিয়াস, মেহেদী হাসান রুবেল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি মহল আওয়ামী লীগ নেতা বাচ্চুর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। তারা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধাদেরকে দ্বিধা বিভক্ত করার চেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য, গত ২১ নভেম্বর একটি শালীস বৈঠকে মুক্তিযোদ্ধা আশরাফ আলী হাওলাদারকে (৭০) মারপিট করার অভিযোগে ব্যপক প্রতিবাদ ও বিক্ষোভ করে মুক্তিযোদ্ধারা। এ নিয়ে পর দিন থানায় মামলা দায়ের হয়। মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম বাচ্চু ও আফজাল হোসেন হাওলাদারকে এজাহার নামীয় আসামি করা হয়। পুলিশ আফজালকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। চেয়ারম্যান বাচ্চু পলাতক আছেন।
বিডি প্রতিদিন/৩০ নভেম্বর ২০১৬/হিমেল