চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সংসারে অভাব অনটনের কারণে কীটনাশক পান করে সিংরাই সরেণ (৫০) নামে এক আদিবাসী আত্মহত্যা করেছে। সিংরাই সরেন হচ্ছেন নাচোল উপজেলার পীরপুর সাহানাপাড়া গ্রামের মৃত জিতু সরেণের ছেলে। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, সিংরাই সরেণ পরিবারে আভাবের তাড়নায় আজ সকাল সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরে কীটনাশক পান করে। পরে পরিবারের সদস্যরা জানতে পেরে নাচোল উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যপারে নাচোল থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার