চাঁপাইনবাবগঞ্জে আগামী ১০ ডিসেম্বর ২ লাখ ১৩ হাজার ৬৬১ জন (৬ মাস থেকে ৫ বছর) বয়সী শিশুকে উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আজ চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিস সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) পালন উপলক্ষে জেলা পর্যায়ের সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভায় এই তথ্য জানানো হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. প্রধান আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে মাল্টিমিডিয়া পাওয়ার পয়েটে প্রেজেন্টেশনে এই প্রোগ্রামের লক্ষ্য, বর্তমান পরিস্থিতি, সংশ্লিষ্ট আলোচ্য বিষয় সমূহ ও করণীয় সম্পর্কে উপস্থাপন করেন ইউনিসেফের পুষ্টি বিশেষজ্ঞ ডা. আবু সায়েম। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার জিনাত আরা হক, ডা. পাপিয়া সুলতানা, শিশু বিশেষজ্ঞ ডা. বিপদ ভঞ্জনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীরা।
সভায় জানানো হয়, আগামী ১০ ডিসেম্বর ৬-১১ মাস বয়সী ২৪ হাজার ২২১ জন শিশুকে ১ লাখ ইউনিটের একটি করে নীল রং এর ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৮৯ হাজার ৪৪০ জন শিশুকে ২ লাখ ইউনিটের একটি করে লাল রং এর ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সফল করার লক্ষে কর্ম পরিকল্পনা প্রনয়ণসহ সব ধরনের জনবল নিয়োগ, প্রশিক্ষণ ও প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলায় ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রা শতভাগ ধরা হয়েছে।
বিডি প্রতিদিন/৭ ডিসেম্বর ২০১৬/হিমেল