বগুড়ায় ডিবি পুলিশ শহরের নিশিন্দারা মন্ডল পাড়া এলাকা থেকে ৪৮ হাজার টাকার জাল নোটসহ ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- আইয়ুব আলী(৪৮), বিদ্যুত(৩২) ও নজরুল ইসলাম(৩৫)।
পুলিশ জানায়, গোপনসুত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়। এসময় তাদের নিকট ১ হাজার টাকার ৪৮টি জাল নোট পাওয়া যায়। ওই ৩ ব্যক্তি অপর এক জনের কাছে জাল নোট গুলো সরবরাহ করার জন্য সেখানে অবস্থান করছিলো।
গ্রেফতারকৃত ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আদালতে রিমান্ডের আবেদন করেছে।