সম্পতি বিরোধের জের ধরে আজ সকালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেউটি ইউনিয়নের গুনশিং গ্রামের ভাতিজা জাহিদ হোসেন হৃদয় তার চাচা বাদশা মিয়া (৪০)-কে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। এ সময় লাঠির আঘাতে বাদশা মিয়া গুরুতর আহত হয়।
আহত বাদশাকে নোয়াখালী জেনারেল নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় প্রেরণ করে। ঢাকায় নেয়ার পথে বাদশা মিয়া মারা যায়। ঘাতক জাহিদ ইউনিয়নের মৃত ছিদ্দিক উল্লাহর ছেলে।
বাদশার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঘাতক জাহিদ হোসনের বাড়েতে হামলা চালায় এবং তাকে গণধোলাই দিয়ে দেউটি ইউনিয়ন পরিষদে আটকে রাখে। পরে পুলিশে সোপর্দ করে।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামি জাহিদকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/ ০৭ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ