কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গত দুইদিন তাণ্ডব চালিয়ে সীমান্ত অতিক্রম করল ভারতীয় সেই বুনো হাতির দল। বুধবার ভোররাতে খেওয়ারচর সীমান্ত দিয়ে ভারতে চলে যায় বলে সীমান্তবাসীরা জানিয়েছেন।
গত রবিবার, সোমবার ও মঙ্গলবার এই তিনদিনে বাংলাদেশের অভ্যন্তরে সরিষা, ভুট্টা, বীজতলা ও আখ খেতের সর্বনাশ করে দিয়েছে হাতির দলটি। এতে সীমান্তের কৃষকরা হা হুতাশ করছেন।
জানা গেছে, ওই হাতির দলটি উপজেলার খেয়ারচর, আলগার চর, ঝাউবাড়ি, বড়াইবাড়ি, বারবান্দা, বামনেরচর ও গয়টাপাড়া সীমান্ত এলাকার প্রায় ৫০০ একর জমির ফসল নষ্ট করেছে।
খেওয়ার সীমান্তের কৃষক শফিয়াল হক জানান, একদিকে আমাদের খেতের ফসল নষ্ট করেছে, অন্যদিকে হাতির ভয়ে গত তিনদিন ঘুমাতে পারেনি সীমান্তঘেঁষা মানুষজন। হাতি চলে গেলেও আবারও নামতে পারে এমন আশঙ্কা এখন আমাদের কুরে কুরে খাচ্ছে।
গয়টাপাড়া গ্রামের কৃষক নুর মোহাম্মদ বলেন, ‘হাতির দল আমার আখ খেতের ব্যাপক ক্ষতিসাধিত করছে।’
হাছেন আলী নামের আরেক কৃষক জানান, 'আমার ৩০ শতক জমির ভুট্টা খেত নষ্ট করে ফেলেছে।
উল্লেখ্য, গত শনিবার রাতে ভারত থেকে ১৫/১৬টি হাতির একটি দল বাংলাদেশে প্রবেশ করে।
বিডি-প্রতিদিন/ ০৭ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ