কক্সবাজারের টেকনাফে এক মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া মো. তৈয়ুব ওরফে মধু তৈয়ুব (৩০) টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী এলাকার জহির আহমদের ছেলে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মজিদ জানান, বুধবার ভোরে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাজী আব্দুল মালেকের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে লম্বরী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তৈয়ুব অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া মানব পাচারে জড়িত ছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বিডি-প্রতিদিন/ ০৭ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ