নোয়াখালীতে যৌতুকের দাবিতে কামরুন্নাহার নিপু (১৮) নামের এক গৃহবধূর গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
অগ্নিদগ্ধ ৮ মাসের অন্তসত্ত্বা গৃহবধূ নিপুকে প্রথমে নোয়াখালী জেনারেল মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তার শরীরের ৯০শতাংশ পুড়ে গেছে এবং সে বাক-শক্তি হারিয়ে ফেলেছে।
এ ঘটনায় অগ্নিদগ্ধ গৃহবধূর জাল রুমা আক্তার (২৫) ও শশুর দেলোয়ার হোসেনসহ আরো ২জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, কবির হাট উপজেলার ধানশালিক গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে কামরুনাহার নিপুর সাথে সদর উপজেলার পূর্ব শুলকিয়া গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র সিএনজি চালক মহসিনের বিবাহ হয় ১১ মাস আগে। নিপুর মা নুরনাহার জানান, বিয়ের পর মহসিন যৌতুকের জন্য দফায় দফায় নিপুর উপর অত্যাচার ও মারধর করে। এবং তাকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এনিয়ে কয়েক দফায় বৈঠক ও হয়। ঘটনার দিন মহসিন নিপুর গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।
স্থানীয় ওয়ার্ড মেম্বার বেলাল মিসরী গৃৃহবধূর নির্যাতনের বিষয়টি স্বীকার করেন।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম ঘটনার স্থল পরিদর্শন করেছেন।