টাঙ্গাইলের নাগরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইয়ের লাঠির আঘাতে ভাই ও ভাবী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার ভারড়া ইউনিয়নের খাষশাহজানী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন খাষশাহজানী গ্রামের করিমের ছেলে হযরত আলী (৬০) ও সোলেমানের স্ত্রী সাজু বেগম (২৫)।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ভারড়া ইউনিয়নের খাষশাহজানী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীসহ দুইজন নিহত হওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ঘাতক পলাতক থাকায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার সকালে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/০৭ ডিসেম্বর, ২০১৬/মাহবুব