পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুতের দাবিতে মানববন্ধন করেছে দৌলতপুরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অবিভাবকও এলাকাবাসী। বুধবার পাখিমারা বাজারে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন এলাকার প্রবীণ শিক্ষক আ.মজিদ খান, মৌলভী আবু তাহের, প্রভাষক সাইদুর রহমান, মাও. আ. রউফ, আনোয়ারুল ইসলাম।
বক্তারা বলেন, দৌলতপুরের চারটি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমান সরকারের সকল আইটি উপকর থাকা সত্বেও বিদ্যুতের অভাবে তা ব্যবহার করা যাচ্ছে না। বিদ্যুৎ সরবারহের কথা থাকলেও অদৃশ্য কারণে পার্শ্ববর্তী গ্রাম বিদ্যুতায়িত হলেও দৌলপুরে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যবান কম্পিউটার সামগ্রী নষ্ট হওয়ার হাত থেকে রক্ষার জন্য অবিলম্বে বিদ্যুৎ সরবারহের দাবি জানান বক্তারা।
বিডি-প্রতিদিন/০৭ ডিসেম্বর, ২০১৬/মাহবুব