রংপুর শহরের বাহার কাছনা এলাকায় বুধবার দিবাগত রাত ১২ টার দিকে নূরুজ্জামান বাবু (৩২) নামে এক পত্রিকা বিক্রেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বাবু ওই এলাকার মনিরুজ্জামানের ছেলে।
রংপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত কারে জানান, ঘটনাস্থল থেকে বাবুর গলা কাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত বাবুর শরীরে বেশ কয়েকটি কোপের চিহ্ন রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার