রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় একটি ট্রাকের চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে রংপুরের বড়দরগা হাইওয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম।
তিনি বলেন, একটি ট্রাক ওই বৃদ্ধাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/০৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব