আগামী ১০ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে কিশোরগঞ্জের প্রায় ৫ লাখ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাক্তার এম.এ. গণি এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মুজিবুর রহমানও উপস্থিত ছিলেন।
এম.এ. গণি আরও বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী ৫৪ হাজার ৫০০ শিশুকে নীল রঙের ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ২৪ হাজার ৫০০ শিশুকে লাল রঙের ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মসূচি পালনের লক্ষ্যে জেলার ১৩টি উপজেলায় ২ হাজার ৯২৬টি কেন্দ্র স্থাপন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব