ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর কুমারপাড়া এলাকায় একই কাপড়ে বাঁধা অবস্থায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন মিঠুন পাল (২৮) ও তার স্ত্রী বিউটি।
বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. মেজবাহ উদ্দিন।
মিঠুন ইব্রাহিমপুর কুমারপাড়া এলাকার নরেন্দ্র পালের ছেলে এবং বিউটির বাবার বাড়ি বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামে।
নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. মেজবাহ উদ্দিন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিডি-প্রতিদিন/০৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব