যৌতুকের দাবিতে নোয়াখালী সদরে ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুলকিয়া গ্রামে কামরুন্নাহার নিপু (২০) নামের এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। অগ্নিদগ্ধ ৮ মাসের অন্তঃসত্ত্বা নিপু আজ শুক্রবার ভোর ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ঘটনার পর থেকে নিপুর স্বামী সিএনজি চালক মহসিন পলাতক রয়েছে।
জানা গেছে, কবির হাট উপজেলার ধানশালিক গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে কামরুনাহার নিপুর সাথে সদর উপজেলার পূর্ব শুলকিয়া গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র সিএনজি চালক মহসিনের বিবাহ হয় ১১ মাস আগে। বিয়ের পর মহসিন যৌতুকের জন্য দফায় দফায় নিপুর উপর অত্যাচার ও মারধর করতেন। এ নিয়ে কয়েক দফায় সালিশ-বৈঠক হয়। গত বুধবার বিকালে মহসিন নিপুর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
ঘটনার দিন রাতে গৃহবধূকে গুরুত্বর অবস্থায় প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও পরে অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। দুই দিন পর আজ ভোরে ঢাকা মেডিকেলে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের পিতা গিয়াস উদ্দিন বাদি হয়ে সুধারাম থানায় স্বামী মহসিনকে আসামি করে মামলা করা হয়েছে। এখনো কেউ গ্রেফতার হয়নি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ