বাগেরহাটের মোরেলগঞ্জে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হচ্ছে বেগম রোকেয়া দিবস ২০১৬। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকাল ১০টায় একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ এলাকায় মানব বন্ধন ও আলোচনা সভা করা হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার(ভূমি) মো. নাজমুল হুদা ও মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার।
মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল ওহাব সভায় স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও মহিয়শী নারী বেগম রোকেয়ার সংগ্রামী ও চেতনা উদ্দিপ্ত কর্মময় জীবনের ওপর আলোচনা করেন প্রধান শিক্ষিকা মমতাজ বেগম, সাজেদা খাতুন ও সাংবাদিক মেহেদী হাসান লিপন।
আলোচনা শেষে চারজন জয়ীতা নারীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিভিন্ন নারী সংগঠনের সদস্য, সরকারি বালিকা বিদ্যালয়, রওশন আরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ওয়ার্ল্ড ভিশন ও ব্র্যাক এর প্রতিনিধিরা এসব কর্মসূচিতে অংশ গ্রহন করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ