কুমিল্লার চৌদ্দগ্রামে শুক্রবার সকালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দোয়েল চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান। উপজেলা দুর্নীতি প্রতিরোধী কমিটির সভাপতি মোতাহার হোসেন জামালের সভাপতিত্বে ও সদস্য সাংবাদিক মজিবুর রহমান বাবলুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট শহিদ উল্যাহ ভূঁইয়া, চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, চৌদ্দগ্রাম এইচ জে পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রুপম সেন গুপ্ত। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এ আর বাচ্চু খাঁ, স্কুল শিক্ষক হুমায়ন কবির, মোরশেদ আলম, সাংবাদিক মো. এমদাদ উল্যাহ, আবু বকর সুজন, আবদুল মন্নান প্রমুখ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ