সিরাজগঞ্জে লোভের ফাঁদে পড়ে মনিকা এক্কা (১৭) নামে এক কলেজছাত্রীর ঠাঁই হয়েছে থানা হেফাজতে। বৃহস্পতিবার রাতে তাড়াশ উপজেলা সদরের বারোয়ারী বটতলা এলাকায় লোভের ফাঁদে পড়ে প্রতারণা করার সময় কলেজ ছাত্রীকে আটকে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। আটক মনিকা এক্কা উপজেলার তালম ইউনিয়নের গুল্টা গ্রামের সরেস এক্কার মেয়ে ও গুল্টা শহীদ এম. মনসুর আলী ডিগ্রী কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. মনজুর রহমান জানান, একটি প্রতারক চক্র কলেজ ছাত্রী মনিকাকে ফোন দিয়ে ত্রিশ লক্ষ টাকা লটারিতে পেয়েছে বলে লোভ দেখায়। আর টাকা পেতে হলে তাকে ত্রিশ হাজার টাকা বিকাশ করতে বলা হয়। লোভে পড়ে কলেজ ছাত্রী মনিকা বটতলা এলাকায় গিয়ে সাধনা ডিপার্টমেন্টাল স্টোর থেকে ০১৭০৮-৮৮৩৮৭১ নম্বরে বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা পাঠিয়ে দেয়। কিন্তু টাকা পাঠানোর পর থেকে নম্বরটি বন্ধ পাওয়ায় মেয়েটি বিপদে পড়ে যায়। এ অবস্থায় মেয়েটি দোকান মালিককে টাকা না দিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটকে পুলিশে সোপর্দ করা হয়।
তিনি আরো জানান, প্রতারক চক্রটির নম্বর ট্যাক করে লোকেশন শনাক্ত করা হয়েছে। তাদেরকে আটকের চেষ্টা চলছে। অন্যদিকে, মেয়েটির পরিবার বিষয়টি সমঝোতার চেষ্টা করছে।
সমঝোতা না হলে মামলা হবে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ