কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে উঠে গেলে তোফাজ্জল হোসেন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আরও দুইজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৯টায় উপজেলার আরিয়া ইউনিয়নের বড় গাঙ্গিয়া গাজীরমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোফাজ্জল বড় গাঙ্গিয়া গাজীরমোড় এলাকার বাসিন্দা। আহত দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা কবির উদ্দিন আহমেদ জানান, আজ সকালে আরিয়া ইউনিয়নের বড় গাঙ্গিয়া গাজীরমোড় এলাকায়ে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের চায়ের দোকানে উঠে যায়। এসময় মাইক্রোবাসের নিচে চাপা পড়ে তোফাজ্জল নামে ওই বৃদ্ধ ঘটনাস্থলেই মারা যান।
এসময় বিক্ষুব্ধ জনতা মাইক্রোবাসটিতে আগুন ধরিয়ে দেন। পরে মিরপুর ও ভেড়ামারা ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডি প্রতিদিন/ ০৯ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম